বললে বুঝি, তোমার অন্তর্যামি
স্বপ্নে তোমার আসি আমি?
কি করে চিনলে আমায়
ছিলাম আমি রঙিন জামায়?
সত্যিকারের দেখেছো আমায়
তবে ভুল ভেবেছো বোধ হয়৷
আমি যে তোমার স্বপনচারিণী
মোটেই তো তা আমি বলিনি।
ভুল বা ঠিক সেটা যদি না হয় কথা,
তবে কেন তুমি আমায় দাও যে দেখা।
তবে কি করলে বলতো আমায় নিয়ে
শুধু কি বসে রইলে মুখপানে চেয়ে?
নই তো আমি রূপসী উর্বশী
কি করে হই তোমার প্রেয়সী?
সব কথাই যেন না পড়া বই
না বলা কথারা পায় না থই।
ছিল রাখা যে কথা গোপনে
গভীরে যতনে মনের কোনে
শেষ হল না সব কথা বলা
নিস্তব্ধ এই রাতের বেলা।