ধর্মতলা- বড়বাজার- চৌরঙ্গী-
ভদ্রবেশী হতাশার অঙ্গভঙ্গি ।।
বাঙালি নিম্ন মধ্যবিত্ত-
অভিজ্ঞতা সকলি তিক্ত ।
তাচ্ছিল্যে জীবন সিক্ত,
তবু দুরাশার স্বপ্নে মত্ত।।
ধনকুবেরের লোভে ত্রস্ত,
জটিল অঙ্কের গুণ সমস্ত,
দক্ষ যোগ্যে সবাই ব্যস্ত,
স্বত্তা আজ দ্বিধাগ্রস্ত।।
দেশে-বিদেশের কর্ম ত্রাসে,
সকলি বুদ্ধি- শক্তি ভাসে।
প্রতিযোগিতার নাগপাশে ,
শেষ সময় দ্রুত আসে।।