অন্তরশূন্যতা নিয়ে ছটফট করে মন –
সারারাত ঘুম খোঁজে তোমার ঠোঁট,বুক,অন্তর
কলুষিত বাতাসের নিষ্প্রাণ প্রদক্ষিণ –
ক্লান্তি বাড়ায় স্মৃতিহীন হতাশায় ।
বসন্ত গেয়েছিল সোনাঝরা রৌদ্রে-
কোন জন একান্ত আপন ?
ভাগ্যের চাকাটা ঘোরে না তাই
ভ্রমরের মহাসুখি গুনগুন ।
যৌনসুখের শেষ পরিণতি সৃষ্টি
যেন হাজার তৃপ্তির অনুভূতির বৃষ্টি
অন্তিমে জোনান্তিকে চোখের জলের ঝর্ণায়-
কৃষ্ণ-কালিহীন নির্জীব বার্ধক্য।
তাই তোমার ঠোঁটে ঠোঁট রেখে,ধুঁকে-ধুঁকে
নির্জীব তোমার স্মৃতিময় বুকে যৌবন খুঁজি।
হে আমার শেষ সারথি , লেপ্টে থাকা অবলম্বন
অগ্নিসাক্ষী অর্ধাঙ্গি স্মৃতিময় তুমিই , প্রিয়তমা- প্রিয়তমা ।