শেষটুকু আর হয়নি দেখা
পিছন ফিরে খুঁজিনি মানে,
কবিতা তো শুধু কলমেরই হয়
কালির কথা কজন রাখে মনে।
জীবন পাতার প্রতি ভাঁজে
কান্না হাসির গমক যত,
কেউ কি দেখে,জানতে কি চায়
রোদন ভরা বেদনা কত?
চাঁদের আলো সবাই দেখে
দেখে কি আঁধার পিছনে ভরে,
কালির আঁচড় কবিতার পাতায়
মূল্যায়ণ তার কজন করে?