বনের রুমগুমধ্বনি , শীতল বুনো গন্ধ, কখন শীষ দেবে অজানা পাখি—‘
ছুটে এসে, বসন বাসন ধৌত নিরঞ্জন।
অম্বরে নীল চোখে, লাল বাতি একটু ব্যথা একটু
অভিমান ভালোলাগা—
লাগাও ছুট, আয় উপায় ইতিকথা স্মরণ।
সবুজ গাছে অবুঝ বন্ধুর নীরব অনুভব
ভয়াল অথবা ভঙ্গুর, থাক তবে
চলে এসো, জঠর ক্ষুধার আহ্বান।
অধীনে বিস্তৃত বিশাল শব্দ মুখর
অন্তরে ভাসে সুবিশাল দু-নয়ন—
সেখানেই আছে আমার বিমূর্ত বন্ধন।