মনের খাতায় ছিলো যে স্পর্শ সুখ
তার বেশী সুখ চাইনি তো কোনো দিন
যদি পাশে বসে সে খাতা খুলতে কবি
হৃদয়ের মাঝে বেদনাটা দেখাতাম।
ভালোবাসাতে যে কেনই বা ধুলো জমে
আনমনা মন সে সব খবর জানে
মনের খাতায় প্রতিটি পাতায় কতো অভিমান জমে
ভালোবাসা দিয়ে সব কি মোছানো যায়।
অভিমানে চোখ হয়তো বা ভিজে যাবে
ফাগুন এসেছে খুলে দিয়েছি যে দ্বার
নাহয় প্রেমের শুকনো হাওয়া টা দিও
অবহেলা গুলো ভুলতে চাই আবার।
যত্নে ভিজবো বৃষ্টি নামলে পরে
কান্নার দাগ ধুয়ে যাবে সেই জলে
প্রতিটি ফাগুন আগুন জ্বালায় মনে
বৃষ্টিতে ভেসে যাক সব অভিমান।
অসহায় আমি বারবার হারি প্রেমে
প্রাণ যা চেয়েছে এ দেহ মন তা চায়
প্রজাপতি যদি ফুলে না বসতে চায়
পরাগ মিলন কোন পথে হবে বলো।
বারবার তাই স্পর্শ সুখ টা চাই
বারবার কেন তোমাকে চোখে হারাই
বসন্ত এলে প্রতিটি অঙ্গ কেন করে গুণগুণ
মধু মিলনের জোয়ারে ভাসায় ফাগুন।।