স্পর্শ!সে তো কবেই বুঝেছি ভালো মন্দের,
আমরা মেয়েরা আপনজন নামক নর পিশাচের
দ্বারাই ধর্ষিত মন্দ স্পর্শে l
মায়ের স্পর্শ সেদিনের শরীরি ব্যথা কে না কমালেও
মনের যন্ত্রনাকে করতো আড়াল l
যুগ বদলায়, শুনেছি মানসিকতা ও আনে পরিবর্তন
কিন্তু, আমরা মেয়েরা জানি আসলে বদল টা দরকার নজরের l
পুরুষ সকল বুঝলোই না করুন পরিণতির জ্বালা l
সাময়িক তৃপ্তি ওপারের মানুষটাকে কতটা করলো
ক্ষত-বিক্ষত l
আমরা যে নারী..নিজের ঘরের সাথেই করবো আড়ি?
অগত্যা সবটা মেনে নেওয়া সবটা ঠিক হওয়ার আশায় l
আজ শুনি মাঝে মাঝে যন্ত্রণার দাবানলে তপ্ত হৃদয় -শরীর
তোলে প্রতিবাদের ঝড়,
জ্বালানি রূপে গচ্ছিত ক্ষোভ -ঘৃণা
সব টা শেষ করার দৃঢ় প্রচেষ্টা l
কিন্তু, অবশেষে সম্মান টা হারায় কে? বলতে পারো…
যতদিন থাকলে নিশ্চুপ, শান্ত, সহ্য করার শক্তি
তুমি যোগ্য কান্ডারি পরিবারের, সমাজের l
কবে আর কবে বদল হবে বদ মানুষের জ্ঞান?
নারীরা কি পাবে আদোও প্রাপ্য সম্মান?
প্রশ্ন রয়ে গেলো পাঠকবৃন্দের কাছে