ছুঁয়েও ছোঁয়া হোলো না-
অথচ সাজিয়ে রেখেছিলে ঐশ্বর্য,
অবয়ব হীন প্রত্যাশার উর্দ্ধগামী পারদ
চেয়ে থাকে উত্তোরোত্তর কিছু রূপকথায়…..
আত্মমগ্নতায় নিজেকে মুড়ে রেখে
কাটিয়েছ সীমাহীন বিলাস দুপুর,
নিকানো উঠোনে ঝরে পড়ে
মাধবীলতা গন্ধমাখা ভালোবাসার জোছনা,
অতৃপ্ত অধর এগিয়ে আসে
চুম্বনের জোয়ারে সাজাবে আলপনা।
প্রেম আসে অমোঘ নিয়ম মেনে
স্পর্শকাতর মিষ্টি রোদের মতো,
আর দোর দেওয়া নয়-
এখন তো শুধু আসা যাওয়া
মনের কাছাকাছি….