তোমার রূপ, রং, আর আরাম-জ্বালা কিরণতাপ…..
সবাই যে যেমন পাচ্ছে , নিচ্ছে।
লুঠ পাট, লাভ, লোভ —
তুমি নিশ্চুপ, ……. নিজ চক্র!!!
শক্তিমান শর্তবিহীন।
বৃক্ষ সাহসী তাই ছুঁতে পায়।
মহাকাশ হাত বাড়ায়।
রাতবেলা
পক্ষী কাঙ্খিত আশ্রয়—-
ছায়া , ফুল , ফল , শাখাডাল ,
আর পাতা কাঁচা পাকা–
শিকড় হাহাকার রিক্ত, একটু শুভ্র জল রক্ত ।
পূর্ণ মোক্ষ।
মানুষ নয়, একপেয়ে স্থবির এক বৃক্ষ।