প্রতীক্ষা শেষে স্টেশনেতে এলো ট্রেন
যাত্রী সবের শুরু ব্যস্ততা কত,
একটু বসার জায়গা পাবার আশে
ধাক্কাধাক্কি করে উঠে লোক শত।
মালপত্র যে রাখা চাই তার মাঝে
ব্যস্ত অনেকে তাই সেই সব কাজে,
সময়ের কালে ট্রেন চলে দ্রুত বেগে
গন্তব্যেতে চলে খুশি মনে রাজে।
প্রতীক্ষা শেষে স্টেশনেতে এলো ট্রেন
যাত্রী সবের শুরু ব্যস্ততা কত,
একটু বসার জায়গা পাবার আশে
ধাক্কাধাক্কি করে উঠে লোক শত।
মালপত্র যে রাখা চাই তার মাঝে
ব্যস্ত অনেকে তাই সেই সব কাজে,
সময়ের কালে ট্রেন চলে দ্রুত বেগে
গন্তব্যেতে চলে খুশি মনে রাজে।