সৌভাগ্য যে বয়ে আনে
মহান রবে বরদানে,
শুদ্ধ মনে তালাশ করে
ধ্যানটা করো নিজ প্রাণে।
পবিত্রতার প্রতীক বলে
কোরআন মেনো সর্বজন,
মুক্তির বাণী আছে জানি
আল কোরআন যে শ্রেষ্ঠ ধন।
শবেকদর ক্ষমার রাতে
শরণ করো রবের পদ,
যে না বুঝে সারকথাটি
নসীব তাহার অতি বদ।
নিয়ম নীতি শাস্ত্র গীতি
শুদ্ধ রোজায় পাবে খোঁজ,
অনিয়মে বেড়াজালে
জীবনটা ভাই লাগবে বোঝ।
সকল ভুলে মর্মমূলে
রমজানে যার মন থাকে,
শেষের দিনে বেহেস্তে যে
নামটি তাহার রব রাখে।