কুড়ানো বকুল কত
এনে আঁচলেতে,
গেঁথেছি মালিকা বাহার
আনন্দেতে মেতে।
শুভ্র সুন্দর ছোটো
প্রস্ফুটিত ফুল,
অপূর্ব সৌরভে ভরা
সৌন্দর্য অতুল।
গেঁথেছি সে ফুল হার
ইষ্টদেব তরে,
দিয়েছি সাজিয়ে গলে
পূজে যত্ন করে।
প্রাণনাথ প্রভু মোর
বকুলের সাজে,
অপরূপ রূপে রাজে
আসনের মাঝে।