চাঁদের মুখে মুখোশ যদি
থাকত যদি ভাই,
শশী মামার হাসি বদন
চাপা যেতো তাই।
মুখোশ হলো মুখাবরণ
ঢাকে কপট দুখ,
শিশুরা কি অত বোঝে
মুখোশ পরেই সুখ।
বাঘের মুখোশ পরে শিশু
হালুম হালুম রব,
মুখোশ পরে কেরামতি
মজা করে সব।
ভোরের ঊষা, ফুলের রানীর
দেখি মুখোশ রূপ
অপরূপা হলেও ওরা
থাকতে হতো চুপ।