আমি এ-প্রজন্মের যথাযথ অভিনেতা।
শো অফ করি, রেস্তেঁরা যায়, ঘুরতে ভালোবাসি।
চিঠির পরিবর্তে টেক্সটে স্বচ্ছন্দ বোধ করি, ঝোল নয় কারি পছন্দ করি, রাত জাগি কারণ ছাড়াই
আমি এ-প্রজন্মের উপযুক্ত অভিনেতা।
আমি লিখে বেড়াই, ছেলে-মেয়ে সমান। সিগারেট খাওয়াতেই হোক কিংবা চাকরিক্ষেত্রে। লিখে বেড়াই ছেলেরাও কাঁদে, কাকে যেন খিল্লি করে জিজ্ঞেস করি
মেয়েরা কি আদৌ স্বাধীন?
আমি এ-প্রজন্মের বিশিষ্ট এক ধারক। জীবন নিয়ে লিখতে বসি মৃত্যু দেখে, নদীর তীরে সূর্য খুঁজি, আকাশে প্রেমিকা।
আমার কবিতায় যে কৃষ্ণকলি, সামনে তাকে চিনিনা। মনোলোগ নিয়ে মানুষ মাপি, ঈশ্বর চিনি মূর্তি দেখে!
তারপর মেঘ করলে, নেটওয়ার্ক বন্ধ থাকলে ভাবতে বসি;
আমি রবি ঠাকুর চিনি, নোবেল চুরি জানিনা। সিলভিয়া প্লাথ পড়ি, আত্মহত্যা লিখিনা। গল্পঃ পড়ি কালো বেড়ালের, এক শালিকের, আধুনিকতার-
নিজেকে দেখি। তাকিয়ে থাকি। হাততালি দিই
বিব্রত লাগে। লজ্জা লাগে না..