একটি বয়স নিরপেক্ষ কবিতার জন্মদৃশ্য দেখবো
বলে’ সময় সেতুর নীচে শ্রীরাধার যমুনা পেতেছি
মেসোপেটোমিয়ার মেঘে চড়ে ব্যবিলনের বৃষ্টি আসছে
নীল যমুনার আয়নায় কালো দূষণের নেমেছে ছানি
তাজমহলের জলছায়া ঘোলাটে সেলফোন ক্যামেরায়
ব্যবিলন বৃষ্টির দৃষ্টি যদি ফিরিয়ে দেয়
যমুনার উর্বশী ঠোঁটের শ্রাবণ
মহীয়সী মমির ললাট পাবে মিডিয়ার ভুলে যাওয়া
গুম হওয়া প্রেমিকের আউশ আঘ্রাণ
আনন্দের গন্ধ পেয়ে হরপ্পার খেজুরের রস
টুপটাপ ঝরে পড়ে জয়নগরীর মোয়া মন্দিরে
ভাবনা অনুবাদকের আয়ুচিহ্ন ভেসে যায় শব্দনদীতে