নিঃস্বার্থ সেবা করো কেবল
প্রতিদান না চাও,
দীনের প্রতি সেবা ধর্ম
নিশ্চুপ করে যাও।
তাদের আশিস হয় অমলিন
জানবে সকল ক্ষণ,
সেবা ধর্মে জীবন সফল
মানবিক রয় মন।
দেশের সেবা দশের সেবা
করলে সৎ ভাবে,
ঈশ্বর তখন তুষ্ট হবেন
জীবনে সফলতা পাবে।
নিঃস্বার্থ সেবা করো কেবল
প্রতিদান না চাও,
দীনের প্রতি সেবা ধর্ম
নিশ্চুপ করে যাও।
তাদের আশিস হয় অমলিন
জানবে সকল ক্ষণ,
সেবা ধর্মে জীবন সফল
মানবিক রয় মন।
দেশের সেবা দশের সেবা
করলে সৎ ভাবে,
ঈশ্বর তখন তুষ্ট হবেন
জীবনে সফলতা পাবে।