সামান্য কথার অসামান্য ভুল
যন্ত্রণা-কাতরতা
আর মৌন মুখর আর্তনাদ
বিস্ময় -বিহ্বল দু’চোখের পাতায়
গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা তীব্র অশ্রু
কি বলতে চাইছে আভাসে সংকেতে ?
ভেসে আসা সংকেতের প্রতিধ্বনি শুনি বুকের শব্দে
ও নিবিড় বনরাজি পেরিয়ে আসা মর্মরে
আমাদের এই বেঁচে থাকার মুহূর্তের একান্ত নিভৃতে
ভেসে আসা প্রতিটি শব্দের বিভিন্ন বর্ণ ও অক্ষরেই
জানা যাবে আমাদের প্রকৃত অস্তিত্ব
উপলব্ধির গাঢ় স্বর
ও জীবনের গভীর তাৎপর্য
আর হৃদয়ে ছড়িয়ে পড়া শিকড়ের মতো সম্পর্কের সেতুবন্ধন ।