চোখে একরাশ নিরবতা
মুখে তার বিষাদের হাসি
শুধালে ও মুখে নেই যে কথা
বোঝাতে পারে না মনের ব্যাথা
ধুলো মাখা গায়ে সুখ খুঁজে পায়
অর্ধ নগ্ন শরীর মলিন যে তাই
ভরা যৌবন রূপের ছবি
স্বভাবে পাগলি তুমি সুখের কবি
আলো করে বসা সেই ফুটপাত
কতো ছড়া কাটে সভ্য সমাজ
দুঃখের খোঁজ কেই বা রাখে
সুখ বিকিয়েছে বাজারে ও হাটে
রাতের শহর বলে ভালোবাসি
সকালের রোদে সবটা যে ফাঁকি
পাগলী তবু ও কাহাকে না চায়
যতন করলে পালিয়ে সে যায়