মানুষ কেন বদলে যায়
ফুল কেন ঝড়ে যায়
সময় সেতো বয়ে যায়
শুধু সৃতি আজও কথা কয়৷
একা একা বট গাছটার তলায় বসে
গালে হাত আনমনা মন,
সেই পুরনো পথের ধারে
ছুটে আসি বারে বারে ৷
পথ হয়ত পেরিয়েছি বেশ খানিক
পেয়েছি কত হীরে রতন ও মানিক
তবু কিছু না পাওয়ার ভাবনারা আখিতে
জ্বলন্ত প্রদীপের ন্যায় জলিতে,নিভিতে ৷