আমার তুমিতে;তোমার আমিতে
নেইতো দেখি একটুও স্মরণ
উর্বরতার নেশায় চড়েছি;আসলে যে হচ্ছে ক্ষরণ,
আবার যেন হচ্ছে কোথাও কোন যুগলবন্দী
নোটের প্যাঁচে প্যাঁচ লাগিয়ে আঁটছে কোন ফন্দি
গোপন চোখে দেখছে লোকে
ক্যামেরার গোপন লেন্সে পড়বে ধরা
সময়ের ব্যবধানে সবাই হতেও পারে জেলবন্দি,
উল্লাসে পাবলিক হাসবে তখন; মনের মতন
আকাশ ;বাতাস ;রুক্ষ গাছ ভাঙবে তখন
দেখে তোমার ঝুলন্ত ছবি;
মুক্তি পাবে এই বিদ্রোহী কবি
কলমের গুতয়ে হবে তো রাগ লিখে ফেলে সত্যি যদি
এই শাসন; তোষণ; ভরণ পোষণ হবে যেন এক মরা নদী,
কবির কথায় করোনা রাগ
দুষ্টু চালাকের চালাকি করা যাবে ভাগ ?
সময়ের চূড়ান্ত বিচার ধরা দেবে আজ
জবাব দেবে আম জনতা, জবাব দেবে সমাজ।
আসলো ফিরে সেই তো জবাব
হও তুমি যত বড়ই নবাব,
পাপ তোমায় করবে না মাফ।এইতো সেই জবাব।