ওরা এসেছিল বলে আমি যেতে পারিনি
আমি যেতে পারিনি সেদিন হেথা
মনের সাথে মন;বাড়িয়েছিল ওজন
উচ্চাকাঙ্ক্ষার হাতছানিতে হয়ে চলে অনর্গল বিভাজন
বিভাজনের কারণ খোঁজা হয়নি
কারণ খোঁজা হয়নি এই কোন অকারণ-বিবাদের
বিপদ সীমার চেয়েও মারাত্মক আকার ধারন করে কোন অসাধারণ ঝড়
নিঃশব্দে বিস্ফোরণ ঘটে যায়; ভেঙ্গে যায় ঘর
ওদের চমকপ্রদ আলোড়নে; ফুল ফুটেছিল মনে
ফুল ফুটেছিল তার ঝঞ্ঝাট ময় আচরণে
তবু তারা ফুলবনে রেখেছিল অভিশাপ বনে
প্রতিকূল মাত্রার লক্ষ্য বিন্দুতে উজারিত মনোবল হই তবু
ওখানের স্মরণে স্মৃতিদের মরণে আমার অতীত কাহিনী ছিল কভু
এখন সবকিছু ভুলে গিয়ে বিস্ফোরণ গুলো খাই
সমাধানের ঊর্ধ্বসীমায় দাঁড়িয়ে এই পন্থা ব্যতীত আর কোন উপায় নাই।