নেই সাজ প্রসাধন আদ্যন্ত অভ্যস্ত জীবন গেছে থেমে।
নেই এক মঞ্চ থেকে আরেক মঞ্চে সঞ্চরণের সেই শৃঙ্খলিত জীবন!
অবসরের অবকাশে হৃদয়ের শব্দগুলো জেগে উঠলে
ভালোবাসার নিবিড় সহবাসে বয়ে যেত বেলা অলক্ষ্যেই,
গোপন যন্ত্রণায় হৃদয় নিংড়ানো শব্দগুলো একাকার হয়ে যেত আগ্নেয় উণ্মুখে,
বেলাশেষের শেষ খেয়ায় পাড়ি জমানো সেই আশ্রয়ের বুকে।
মৃত্যুকে যেচেছিলেন উদাত্ত অমোঘ আহ্বান ,
তিনপাত্তি খেলার সাদর আমন্ত্রণে ।
সুবিশাল মহীরুহ এক, বহু চর্চিত সেই অধ্যায়!
মহা নিষ্ক্রমণের পথে বেরিয়ে পড়েছেন আজ শেষ পরিক্রমায়।