তেমন কিছু বলবার নয়
তবুও তো কিছু যে বলতেই হয়
বলতে বলতে থেমে যাই, গ্রাস করে নীরবতা
আমি হীন; তুমি হীন এই ভুবনে কেনইবা পাই এমন ব্যথা?
ভুলে যাও সব অভিমান
জীবনকে করে তোলো উজ্জ্বল প্রতিবেদন, কর তার প্রমাণ
বছরের শেষে
এই প্রান্ত বেলায় নিঃস্ব নিমিষে
আগ্রহী পথিক বৃক্ষ তলে বসছে কোষে
তোমার পলক হতে নব সূচনার মুক্ত প্রবাহ হবে প্রকাশ এই আবেশে।
কখনো বিরহের দাগ দিও না এই মনে
কখনো যন্ত্রণার প্রকট ছাপ ফেলো না এই শুভক্ষণে
আমি তুমি হারা; তুমি আমি হারা
তবু নই, তবু নই মোরা সর্বহারা
নব পল্লবে পল্লবে উঠবে জাগি তোমার আমার ছবি
জন রাশি রাশি বাজাবে যে বাঁশি
বলবে ভালোবাসি, হে প্রিয় তুমি আমাদেরই কবি।
আমি রইব জেগে ইহকাল হতে পরকাল
কালে কালে মহাকাল,
কবিতা রচনায় গড়ে যাব প্রেমের ইন্দ্রজাল
হে ইন্দ্র ধনু সম
মোর স্নেহ মায়া মমতার প্রীতি মম
মুহূর্তের পিঠে মুহূর্ত চেপে হবে নব বার্তার আগুয়ান
আনন্দঘন সময়েরা করবে প্রদান আরো; আরো কিছু সৃষ্টি মহান।