জীবনের তপ্ত মরুপ্রান্তরে যখন দিশেহারা ,
ছুটে চলেছি প্রান্তের পর প্রান্ত, পিপাসায় আড়ষ্ট জিভ,
তখন হয়তো মরুদ্যান হয়ে এসেছিলে।
ক্ষণিকের শীতলতা প্রাপ্তিতে তৃপ্ত আমার দেহ মন।
ভুলে গিয়েছিলাম মরুভূমির সেই ভয়াবহ হুঙ্কার,
তৃষ্ণা নিবারণের আশে চলে নিরন্তর অনুসন্ধান।
তবু ছুঁতে পারি না এতটুকুও।
ধীরে ধীরে গোধূলির আলোর মত হারিয়ে যাও গাঢ় অন্ধকারে।
চলে অপেক্ষা নব প্রভাতের সূর্যোদয়ের।
শুধু একটা রাত না, চলে যুগ যুগ ধরে অপেক্ষা!
যার অবসর নেওয়ার নেই বিন্দুমাত্র অবসান।
অন্ধকার ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে ,
তবু ঊষার আলোর লেশমাত্র নেই।
সত্যি সূর্যোদয় হবে তো!
না কি এই অন্ধকারই চিরসঙ্গী হবে।