হে সূর্যদেব,তোমায় প্রণাম!
তোমার অরুণ আলোর মালায়
ভরিয়ে দাও না সবার হৃদয়।
ধুয়ে যাক সব পঙ্কিলতা
হয়ে যাক সাফ মিথ্যাবাদিতা।
হে সূর্যদেব, তোমায় প্রণাম!
তোমার সকালের নরম আলোয়
ভরিয়ে দাও না সবার আলয়।
ঝলমলে হোক সবার অন্তঃস্থল
কালিমামুক্ত হোক মনের অন্দরমহল।
হে সূর্যদেব, তোমায় প্রণাম!
দ্বিপ্রহরের গনগনে তোমার তেজস্বীতায়
দাওনা ভরিয়ে সবার চেতনায়।
তেজস্বীতায় ধুয়ে যাক সব
গ্লানি অপমান আর সঙ্কোচভাব।
হে সূর্যদেব, তোমায় প্রণাম!
সন্ধ্যার কনে দেখা আলোয়,
ভরিয়ে দাওনা তুমি সবার হৃদয়।
দিনের শেষে কাজের ক্লান্তি
সবাই পাক একটু শান্তি।
হে সূর্যদেব, তোমায় প্রণাম।।