শবে কদর পুণ্যে ভরা
বেজোড় রাত্রি জুড়ে,
ধর্মপ্রাণা মুসলমানে
ধর্মে থাকে মুড়ে।
এবাদতে থাকে তারা
কোরআন পাঠের সাথে,
মহিমাময় শবে কদর
আসে বেজোড় রাতে।
প্রভুর কৃপা নসিব হলে
বান্দা সুখে রবে,
চাইলে ক্ষমা প্রভুর কাছে
মহান হবে ভবে।
উপাসনা করতে হবে
মনের দ্বন্দ্ব ফেলে,
ডাকতে হবে অন্তর থেকে
খোদার দেখা মেলে।
নিষ্পাপ হবে পেলে দেখা
শবে কদর রাতে,
রমজানের রাত পূর্ণ হবে
সূর্য ওঠার প্রাতে।