ভুবন জুড়ে সুর ও ছন্দের
অতুল ভাড়ার আছে থরে,
মনটা সবাই রাঙিয়ে নাও
প্রীতির সুবাস দাও না ভরে।
দ্বিধা দ্বন্দ্ব ভুলুক সবে
কলুষ ভাবনা যাক না মুছে,
মেঘ কেটে যে হাসবে রোদ্দুর
ভেদাভেদের আড়াল ঘুচে।
জ্ঞানের আলো দাও জ্বালিয়ে
আঁধার যাদের মনে রাজে,
অসহায়ের সহায় হলে
সুখের ছোঁয়ায় জীবন সাজে।
সাম্য- মৈত্রীর বাঁধন গড়ুক
ধনী- গরিব সবার সাথে ,
মানবতায় মনটি ভরো
দেখবে কেমন শান্তি তাতে।
মানবকল্যাণ হোক না ব্রত
সৃষ্টিকর্তার আশিস রবে,
দেশের দশের জন্যে খাটো
ধরায় সবাই সুযশ কবে।