প্রকৃতির দেখি রণংদেহী সাজ
ঘোষণা করেছে বিদ্রোহ আজ
আমফানে দেখাল প্রলয়ঙ্করী নাচ
এলো যে তুফান ফেলে কাজ।
দাপুটে হাওয়া হলো উন্মাদ
বৃষ্টি নামল ঘটিয়ে আঘাত
আবার আসছে যত পঙ্গপাল
মহামারী নিয়ে বিশ্ব নাকাল।
ধ্বংস লীলায় মেতেছে প্রকৃতি
অসহায় আজ মানব জাতি।
ঘনীভূত হয়েছে সাগরে নিম্নচাপ
বল তো এসব কার অভিশাপ?
কবে শেষ হবে যে এই হাহাকার
মুক্ত হবে স্বেচ্ছাবন্দী গৃহদ্বার
আসুক মিছিলে ফিরে সুখের দিন
দুঃখ হোক আকাশে বিলীন।