সুখে দুখে আনন্দেতে কাটে দিবা রাতি
সঞ্চয় করতে হবে প্রয়োজনে পাবে,
জীবন যুদ্ধের খেলা সময়ের ভাতি।
অবহেলা অনাদরে দিন কেটে যাবে
হাহাকার পরিতাপে ডাকা শুধু প্রভু,
সঞ্চয়ের সার্থকতা তখনই ভাবে।
কষ্ট করে পথ চলা মিছে নয় কভু
অসৎ পথেতে ধন বিপদেতে ভাসে,
অসতর্ক মুহূর্ততে প্রাণ পাখি নিভু।
অমিতব্যয়ী জনেরা পায় দুঃখ পাশে
মিতব্যয়ী থাকে সুখে টাকা জমা করে,
কর্তব্য নিষ্ঠায় বাঁচে ভালো থাকা আশে।
দান ধ্যানে চলে সদা ঠাকুরের বরে
সময়েতে করে কাজ জ্বালে দীপ শিখা,
বয়সের শেষে দেখো দিন গুলো ঝরে।
ললাটের মাঝে রবে সুখী কথা লিখা।