দুই জনের ছোঁয়ায় ফুটেছিল ভালোবাসার পদ্ম
রামধনুর সাত রঙে লিখেছিল জীবনের গদ্য
দখিনা বায়ু পরিপূর্ণ ছিল সুখের নীড়ে
সেতারের ঝংকার প্রতি পল থাকত ঘিরে।
একদিন একটি তারা অকস্মাৎ খসে পড়ে
প্রিয়তমা সুখস্মৃতি অণ্বেষণে মত্ত শূন্য ঘরে।
দুই জনের ছোঁয়ায় ফুটেছিল ভালোবাসার পদ্ম
রামধনুর সাত রঙে লিখেছিল জীবনের গদ্য
দখিনা বায়ু পরিপূর্ণ ছিল সুখের নীড়ে
সেতারের ঝংকার প্রতি পল থাকত ঘিরে।
একদিন একটি তারা অকস্মাৎ খসে পড়ে
প্রিয়তমা সুখস্মৃতি অণ্বেষণে মত্ত শূন্য ঘরে।