সুখপাখি তুই হারিয়ে গেলি কোন সে কাননে?
কোন তরুতে খুঁজবো তোকে বল?
কদমডালে আজও ফোটে ফুল হাস্য আননে
কোঁচড় ভরে রেখেছি পেড়ে ফল।
বাঁশের বনেতে উঁকি দেয় চাঁদ
কালো পেঁচা ডেকে ওঠে
নীল জ্যোৎস্নায় ভেসে যায় ছাদ
মাতাল বাতাস ছোটে।
আজও মন্দিরে ঘন্টা কাঁসরে
জানাই এসেছে সাঁঝ
ভেসে যাই দূরে স্বপ্নবাসরে
ভুলে গিয়ে সব লাজ!
সুখপাখি আজও খুঁজি তোর মন
বাউল হয়ে জলসায়
আলেয়ার আঁচে জ্বলে
নীপবন
নিশি চাঁদ ঝলসায়!
দ্বিপ্রহরেতে খুঁজি নীল আকাশে
জ্বলে যায় আঁখিতারা
খুঁজে ফিরি রাঙা গোধূলির ঘাসে
ঝরিয়ে নয়নধারা।
সময় দোলাতে দোলা দেয় হাওয়া
দেখি বদলেছে সব!
নাট্যমঞ্চে চলে আসা-যাওয়া
শুনি তার কলরব।
সুখপাখি যদি মিশে যাস ঐ দূর আকাশের কায়ায়
দিগন্ত নীল নিসর্গ বিন্দুতে
জলের ওপরে পড়ে থাকা তোর ক্ষীণ আঁধার ছায়ায়
স্রোতের উজানে খুঁজে নেবো সিন্ধুতে।