কপোত-কপোতী যথা উচ্চ বৃক্ষ চূড়ে
বাঁধে নীড় আপনার মনের হরষে,
তেমনি তাহাতে যদি কোনো মন্দমতি
মারে তীর আপনার লালসার সাথে,
দীনবন্ধু কৃপাসিন্ধু দয়াময় প্রভু
শাস্তি দেন তাকে; নষ্ট নীড় দুর্মতির
ধ্বংস হয়ে থাকে।
আত্মার আত্মীয় হয়
সন্তান সন্ততি, কপোত-কপোতী যথা
মিলনের ফলে, আসে পুত্র কন্যা সব
বংশ রক্ষা হয়। চলমান জীবনের
এই বিধি জানি। অবরুদ্ধ প্রেমাবেগ
সুবিন্যস্ত মানি, আত্মার আত্মীয় হয়
জীবনে জীবনে। সব বাধা ছিঁড়ে প্রেম
নীড় গড়ে, প্রেম অবশেষে জয়ী হয়।।