এটা আমাদের দেশের সীমানা ।
ঐ পারের মানুষগুলো, আমার অচেনা – অজানা ।
দুই দেশের মধ্যে যে সীমারেখা আছে টানা ,
ওটাকেই বলে কাঁটাতার ।
প্রহরীর ঘেরাটোপে বন্দী চারিধার ।
একদিন মানুষগুলো ছিল ভাই ভাই ।
আজ আর সেই হৃদ্যতা আগের মত নাই ।
স্বাধীনতার পর হতে ,
দুই ভাই দুই জগতে ।
উভয় উভয়ের শত্রু বলাও চলে ।
এখনও কিন্তু দুজনাই, এক ভাষাতেই কথা বলে ।
সবেতেই মতবিরোধ ।
জানি না কিসের প্রতিশোধ ।
স্বাধীনতার নামে বিভেদের প্রাচীর ।
বাড়ি ভাগ হলো, উঠান সীমানা ছুঁলো,
ভাগ হলো শরীর ।
ভাগ হলো না স্মৃতিগুলো ,
ভাগ হলো না টগর – করবীর ।