ব্ল্যাকবোর্ডের মাটি নিয়ে
বুনেছি আগুনের ধানমাঠ
অশ্রুর নদী থেকে ছেঁকে তুলেছি ,বর্ণপরিচয়
টুকরো টুকরো মৃত্যুই আমাদের সহজপাঠ
শরীর এক পৃথিবী
কত শ্রেণি,কত ক্লাসরুম
সংসার,সম্পর্কের ভেতর চৈএমাস
কোথাও কিছু নেই
আগুন আমাদের পাঠ্যক্রম
ঝরা,ঝরে ঝরে পড়া
ব্ল্যাকবোর্ডের মাটি নিয়ে
বুনেছি আগুনের ধানমাঠ
অশ্রুর নদী থেকে ছেঁকে তুলেছি ,বর্ণপরিচয়
টুকরো টুকরো মৃত্যুই আমাদের সহজপাঠ
শরীর এক পৃথিবী
কত শ্রেণি,কত ক্লাসরুম
সংসার,সম্পর্কের ভেতর চৈএমাস
কোথাও কিছু নেই
আগুন আমাদের পাঠ্যক্রম
ঝরা,ঝরে ঝরে পড়া