আগে বামচোখ লাফাতো, বেড়াল তাড়িয়ে দিতাম সকালে। এখন-
আমার সিক্সথ সেন্স বলে কিছু নেই
ওরা মারা যায়, ওরা বেঁচে ওঠে, চিৎকার করে, হাহাকার করে, আমি দুলাইনও লিখিনা।
নক্ষত্ররা মারা যায়, শেষকৃত্য হয় অন্য নক্ষত্রের। চাঁদে পূর্ণিমা আসেনা, অর্ধেক থাকে
মৃতের দেহে বিশ্ব দাঁড়িয়ে, অর্থ দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়ে। মৃতদেহ ঠান্ডা হয়নি;
অমাবস্যা আসছে, অর্ধেক চাঁদকে নিয়ে ভয় করছে-
ভয় করছে বিশ্বকে নিয়েও, অর্থ নিয়েও, কবিতা নিয়েও..
আমিও বাদ যাবো না।
বাম চোখ লাফিয়ে বেড়াচ্ছে ঈশ্বরের
যদিও আমার সিক্সথ সেন্স বলে কিছু নেই আর।