টেঁকচাঁদ নামে সাহিত্যের ধামে
লিখনী জগত শুরু,
নব্য চিন্তার ফলপ্রসূত তাই
স্ত্রীশিক্ষা প্রসারে গুরু।
উপন্যাস তাঁর জনমন ঘিরে
বিপুল সাড়াটি ফেলে,
‘ আলালের ঘরের দুলাল’ মাঝে
পরিচয় তাহার মেলে।
ছদ্মনামের আড়ালে ‘ টেঁকচাঁদ ‘
কবি প্যাঁরীচাঁদ মিত্র,
সাধুভাষা ত্যাঁজি রসধারা ঢালি
আঁকো কথ্যভাষা চিত্র।
কৃষক সমাজ কেড়েছে চেতনা
বিষাদ ছেয়েছে মুখে,
নিপুণ লিখনী খুরধার বেগে
‘ কৃষিপাঠ’ লেখা দুখে।
গদ্য ভাষার বিবর্তনে তোমার
অবদান সীমা হীন,
সাহিত্য ভাঁড়ার হয়েছে সমৃদ্ধ
তোমা প্রতি আছে ঋণ।