সয়ে যাওয়া শোকের নিঃশ্বাসে
কেন ফের ধিকিধিকি প্রশ্বাসের উসকাঠি দাও !
অতীত আয়ুর পেটে চিৎপাত শুয়ে আছে
কালো কালো গহ্বর ফাঁক ।
সময় দিয়েছে ঢেলে টনটন সুখের পাহাড় ,
ভরাট হলো না তবু চিতার সৌরঝড়ে
পুড়ে যাওয়া থমথমে হৃদয়ের খাঁজ ।
এসেছে জাতকফুল ঋতুভুলো
কোজাগরী বসন্তবনে ।
ভেসে আছি পদ্মের বুকজলে ভ্রমরের ভেলা ,
মরণের মৃত্যু হলে
জীবনের সূচ্যগ্র মধু পাবো বলে ।
কেন তবে অবশেষ শঙ্খের ফুঁ-এ
শোকজীবী স্মরণের অরণি পাঠাও !