একলা মন চিন্তা ভীষণ শরীর দেয় না সাথ,
যদিও উৎসুক তবু কূপমণ্ডুক শেষ হয় দিন রাত।
মরছে মানুষ নেইতো হুঁশ আপনি বাঁচলে বাপের নাম,
সংবাদ পড়ে চিৎকার ক’রে জানতে চায়না নিহতের ধাম।
যাপন একঘেয়ে অশান্তির ভয়ে করে না অন্যায়ের প্রতিকার,
বেঁচে থাকাটাই আশ্চর্য ভাই হয়ে সর্বদা এমন নির্বিকার!
আশী শতাংশ মনুষ্য বংশ আছে নিজের সুখে সুখী,
পরের চিন্তনে প্রমাদ গণে হয়না তাদের দুঃখে দুখী।
ভাবো জনগণ একটাই জীবন সহযাত্রীদের যাও যদি ভুলে,
বিপদের সময় হবে অসহায় সর্বজন একা যাবে ফেলে।
সবার হৃদয়ে মানবিকতার উদয়ে জীবন হবেই হবে সার্থক,
জগৎ মাঝে সকাল সাঁঝে মহামিলনের জন্য হও উৎসুক।।