ধূপে, অর্ঘ্যে, নৈবেদ্য জাগ্রত হয়
ধাতুবিগ্রহ থেকে বসন্তদূতের মতো
ছিটকে আসে
অঘোরী নোনা আলো
অন্তরালের যাপনক্রিয়ায় লৌকিক সুখ;
ভূপৃষ্ঠীয় উপত্যকার জলজ স্রোত যেন, স্পন্দনহীন সারস হৃদয়
ডুবে আছি,
ব্যস্ত পথের মেহগনি হয়ে
সমানুপাতিক স্বরলিপিতে…
ধূপে, অর্ঘ্যে, নৈবেদ্য জাগ্রত হয়
ধাতুবিগ্রহ থেকে বসন্তদূতের মতো
ছিটকে আসে
অঘোরী নোনা আলো
অন্তরালের যাপনক্রিয়ায় লৌকিক সুখ;
ভূপৃষ্ঠীয় উপত্যকার জলজ স্রোত যেন, স্পন্দনহীন সারস হৃদয়
ডুবে আছি,
ব্যস্ত পথের মেহগনি হয়ে
সমানুপাতিক স্বরলিপিতে…