তুখোড় চালচলনে চারপাশের ধূলি উড়িয়ে
কার কার কাছে তুমি পেতেছো হাত?
নবাবজাদার করুণ পরিণতি কখনো-সখনো
প্রকাশ্য দিবালোকে দারুণ ঝলমল!
এত এত বখাটে স্বভাবটার দুর্নিবার প্রশয়ে
মাঝে মাঝে তরীও টলমল,
হাল ছেড়ে বিপন্ন সময়ের সামনে
এ যে দেখি মহা কুপোকাত!
তবুও প্রসন্নতা উঁকিঝুঁকি মারে আপদের জালটা ছিন্নভিন্ন করে,
এখনো হয় নি উধাও দিনমণির রাজ্যপাট,
এখনো এক অরূপ রতনের আশায়
বুক বেঁধে মনটা নেয় শপথ-
হয়তো সামনের বাঁকেই অপেক্ষমান
শস্য-সুফলা-শ্যামলের হাতছানি,
অতএব সংযত হাবভাবে অসম্ভব ধূলিঝড়েও
উন্নত শিরদাঁড়ার পালে লাগবে হাওয়া।
আবার গড়গড়িয়ে চলবে গাড়ী,
ভিক্ষান্নের সন্ধানে আর দিতে হবে না পাড়ি।