আমি সাধারণ মানুষ খেটে খাওয়া ।
ঠিক বুঝি না রাজনৈতিক হাওয়া ।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ,
ওরা আমার ভোটটা নিল ছিনিয়ে ।
অনেক কিছুই দেবে বলেছিল ।
কিন্তু সেই যে বিদায় নিল ,
আজ পর্যন্ত তার দেখা নাহি পেলাম ।
ওফ্, ভগবান ! আবার ধোকা খেলাম ।
পাঁচ বছর বাদে আরও একটা নতুন মুখ ।
পুনঃ আশায় বাঁধিলাম বুক ।
এবার আর হবে না ভুলচুক ।
টাকা দাও ; ভোট নাও ।
পাঁচশো টাকা হল দামদর ।
জানি, আর দেখা মিলবে না, নির্বাচনের পর ।
চিন্তা করে দেখি ক্ষণেক ,
যেটুকু মেলে সেটুকুই অনেক ।