এবার পুজোয় যাব আমি
আমার সোনার গাঁয়,
বাকলা নদী দেব পাড়ি
চড়ি মাঝির নায়।
নদীর পাড়ে ছুটব আমি
খেলব কাশের বনে,
খিল খিলিয়ে হাসব আবার
ঢাকের বাদ্যি শুনে।
চন্ডী তলায় মিলব সবাই
হলে বিকেল বেলা
রঙিন বেলুন উড়িয়ে তবে
সাঙ্গ হবে খেলা ।
পুজোর কদিন ছোটবেলা
এমনি যেন পাই
দুগ্গা মায়ের চরণ ছুঁয়ে
আশীষ টুকু চাই ।