সাতান্ন বছরের এ পেটুক কবি
সাতান্ন পদ খেয়ে করুণ এক ছবি
সাতান্ন হাজার মোর বন্ধুরে বলি
সাতান্ন লিটারের বিষ্ঠা সে ঢালি
সাতান্ন ডাক্তার দেখিয়ে গো শেষে
সাতান্ন ঔষধি খেয়ে হেসে কেশে
সাতান্ন দিন হাসপাতালেতে বসে
সাতান্ন লাখ ট্যাঁক থেকে গেলো খসে!
একশ সাতান্ন কমে সাতান্ন কেজি
দিলো কি নজর তবে সাতান্ন পাজি
সাতান্ন পীড় ঝেড়ে সাতান্ন বার
বলে সাতান্ন দিন পরে আসুন আবার
সাতান্ন শত্রুর সাতান্ন দোষ
সাতান্ন কোটি ক্রোশ পালাবে যে রোষ
সাতান্ন লোকেরই ক্ষতি করতে আবার
ভাববে বটেই ওরা সাতান্ন বার
তাই কবি টাটা বলে সাতান্ন বার
বারোটা সাতান্ন হা বাজলো এবার