নদীর ওপর ভেসে চলে
ছোট্ট ডিঙি খানি,
আকাশ পানে সজল চোখে
ছোট্ট সাজি রানি!
হেতাল বনের ধারে ধারে
বাঘ যদি ডাকে,
সাঁঝে আঁধার নামার আগেই
পৌঁছতে হবে তাকে ।
হঠাৎ যদি জোয়ার আসে
নদী ফুলে ওঠে,
জোরে দাঁড় বায় সাজি
ডিঙি বেগে ছোটে!
কিছু ফল কিনেছে আজ
মাকে দিতে হবে,
চিন্তিতা মা আছে বসে
দেখে অবাক রবে,
এমন সময় ঘুম ভেঙ্গে যায়
সাজি বড়ো হবে কবে?