পৌষ সংক্রান্তির পুন্য লগ্ন বেলা,
লোকে লোকারণ্য সাগরের মেলা।
পুণ্য স্নানে ব্যস্ত যত জনসমাগম,
সাধু সন্ন্যাসীর ঢল কপিল আশ্রম।
এই স্থানে গঙ্গার সাগর মিলন,
এখানে স্নানে হয় কলুষ নাশন।
“সব তীর্থ বারবার,গঙ্গাসাগর একবার”
এই প্রবাদ বর্তমানে হয়েছে বেকার।
জনবসতি সেই স্থানে আজ বেজায় বিস্তর,
যাতায়াতের রাস্তাঘাট হয়েছে সুন্দর।
এককালে ছিলো হেথা নির্জন জঙ্গল,
উথালি পাথালি ঢেউ স্ফিত অম্বু জল।
নৌকা বজড়া বেসামাল মাঝি সশঙ্কিত,
যাত্রীগণ ঢেউ দোলে হতো আতঙ্কিত।
পারাপার ভয়াকুল জনশূন্য স্থান ফাঁকা,
সন্ধ্যা হলেই শীত আবহে হোগলা ছাউনিতে থাকা।
কতরকম অঘটন ঘটতো মেলা স্থলে,
তীর্থ হতে এলে বলতো ফিরলে ভাগ্য বলে।
গঙ্গাসাগরের মেলা ভিড়ে ঠাসা লোক,
ঊষালগ্নে স্নান সেরে স্তব তপ সূর্য শ্লোক।
ফল ফুল ধূপ নিয়ে সবে যায় কপিল আশ্রম,
ভক্তিভরে পূজা অর্ঘ্য দেয় মুনি চরণ।
নেই ভয় আজ, সকলে আসে ফিরে,
বছর বছর যায় গঙ্গাসাগর তীরে।
স্নান পূজা দিয়ে ঘুরে মেলা চত্বর,
দল বেঁধে আসে ফিরে যে যার ঘর।