সাঁঝবাতিটা আজও গুমরিয়ে কাঁদে
দহনজ্বালার গহন আর্তনাদে!
গলা মোম দেহ ঝরে আঁধারের কোলে
পশ্চিম আকাশে অস্তরবিটা ঢলে!
রাতের আকাশে কতশত তারা জ্বলে
সাঁঝবাতি তবু চেয়ে রয় নিষ্ফলে!
জানলার এপারে ক্ষীয়মান আলোপ্রভা
গগনমাঝেতে খোঁজে চন্দ্রের শোভা!
রক্ত জ্যোৎস্না ঘিরে ধরে হৃদমাঝে
ক্ষয়িষ্ণু দেহে ছিন্নবীণারা বাজে!
চেনা তারারা হয়েছে অচেনা পাখি
আলোকবর্ষে বৃথা যত ডাকাডাকি!
ছায়াসঙ্গীরা বেদনার চুপকথা
স্বপ্নালোকে ছুঁয়ে থাকে রূপকথা!
পার হয়ে যায় মরা নদী দূরপথে
অসীমের পথে এগোয় জীবনরথে!
বিদায়কালে কাঁদে যদি এই ধাত্রী
জনমের ঋণ চুকাবে নিশীথ যাত্রী।।