ভাবছি একটা নাটক লিখবো
নায়িকা হবি তুই,
সেই নাটকের নামটি রাখবো
সাঁঝ বেলার জুঁই।
পর্ব সকল সাজাবো এমন
দেখে লাগবে তাক,
আঙ্গিকেতেই লাগবে চমক
রাখবো নাকো ফাঁক।
নাটকের মূল চরিত্র রূপে
নায়ক সেজে আমি,
রূপসী বালিকা আমার মালিকা
নজরে দিন যামী।
কিশোর বেলায় কত না খেলায়
সেই থেকেই মনে ,
হৃদয় মাঝারে ছিলিস বাহারে
অনুরাগের সনে।
সাঁঝের বেলায় কেয়ার তলায়
গুচ্ছ কেয়া ফুলে,
ভীরু কাঁপা হাতে প্রণয়ের সাথে
দিয়েছি কত তুলে।
গোলাপী রঙেতে খাতার পাতায়
লিখেছি কত কথা,
তোকে রেখে মনে কবিতা চয়নে
ছন্দ ছড়া যথা।
এবারে মননে রেখেছি যতনে
নায়ক হবো আমি,
বাস্তবে নয় নাটকে নাহয়
হবো রে তোর স্বামী।