আর কতকাল নীরব হয়ে করতে হবে সহ্য;
সহ্যরাও আজ বিগড়ে বলে..লাগছে যে অসহ্য!
দুঃসহ দিন ধরছে ঘিরে কালো ধোঁয়ার কুন্ডুলীতে;
সত্যের ফুল শুকিয়ে কাঁদে নিষিদ্ধের ওই অঞ্জলিতে!
লোভাতুরের পায়াভারী;পকেট ভরা লোভের ফল,
অসততায় ধনী যে হয়;তার তত যে বাহুর বল!
নম্রতার আজ নেইকো কদর;সে নাকি হয় ভীতুর ডিম,
উদ্ধতরা দু- হাত তুলে দম্ভে চেঁচায় ততঃকিম!
ইতিহাসের পাতায় পাতায় বিপ্লবীরা হচ্ছে ম্লান,
বাহবা কুড়ায় সন্ত্রাসীরা;পাচ্ছে তারা রাজসন্মান!
কুকর্মের ঠেকাদাররা বিচার সভায় করছে মাত,
অবিচারে ক্ষুধাতুরের কাড়ছে তারা মুখের ভাত!
প্রতিবাদের দেওয়াল ধসে নোনাজলের ঝাপটাতে,
ধূর্ত ফাঁদে পড়ে জ্ঞানী আটকে পড়ে জালটাতে!
যন্ত্রণা আজ বিষিয়ে গিয়ে প্রশ্ন করে সহ্যকে;
আর কতকাল সইতে হবে..বিগড়ে যাওয়া অসহ্যকে!