সহিষ্ণুতার পারদ কত ডিগ্রী ছাড়ালে
কে অসহিষ্ণু হবেন,আর কে হবেন না,
আগাম কেউ বলতে পারে না।
তাপমান যন্ত্রে তাপ মাপা যায়,
সহিষ্ণুতা মাপার কোন যন্ত্র আছে কি,
যা দিয়ে সহিষ্ণুতা মাপা যায়?
কৌরব সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ দৃশ্য দেখে
যুধিষ্ঠিরসহ অনেকেই যেখানে সহিষ্ণু,
ভীম সেখানে ভীষণ রকম অসহিষ্ণু!
সহিষ্ণুতা তাই, এক একজনের ক্ষেত্রে
এক এক রকম।
পিএম ফান্ডের টাকার খবর জানতে চাইলে
কেউ যেমন ভীষণ রকম অসহিষ্ণু,
কেউ আবার ভীষণ সহিষ্ণু!
কেউ কারো সমালোচনা করলে
অসহিষ্ণুতার পারদ কখনো
বাড়তে থাকে চড় চড় করে।
নিজেরদলের লোকের কথায় একরকম,
অপরদলের লোকের কথায় আর একরকম!
তাই, অসহিষ্ণুতার পারদ উর্ধগামী হবে,
না নিম্নগামী হবে,তা নির্ভর করে স্থান,কাল,পাত্রের ওপর!