হাসতে হাসতে অনেক সময় কান্না পায় ভীষণ
কাঁদতে কাঁদতে পায় অনাবিল হাসি
এ যেমন অনেকটাই সহজাত
তেমনি সহজাত নিজেই নিজের মুখোমুখি দাঁড়ালে
আড়াল ভেঙে ভেঙে সব চুরমার হয়
উল্লাসের প্রলয় ঘিরে নামে অশ্রুর ঢল
কখনও দুঃখ খুব গাঢ় হলে
ফেলে আসা সময়ের সাথে সেই দুঃখিত মন
অনায়াসে মন খুলে ঘুরে বেড়ায়
বুকের ভেতর বেজে ওঠে যে অন্তর্ধ্বনি
সেও যেন গভীর এক সহজাত অদ্ভুত মায়া
যে মায়ার প্রলেপে লঘু হয়ে যায় সব দুঃখ
মনের আড়ালে তখন ফুটে ওঠে
মনেরই স্মিত হাসি মুখ
তুমি হাসি-কান্নার মুহূর্তগুলো ঘেঁটে ঘেঁটে
যাপন করেছ শুধুই অবশিষ্ট স্বপ্ন-মুহূর্ত
আর তাই অতীত শিখিয়েছে আমাদের
দুঃখ শোক কান্না হাসি সুখ উল্লাস সবই সহজাত
তাই হাসতে হাসতে যেমন কান্না পায়
তেমনি কাঁদতে কাঁদতেও হাসি পায় অনেক সময়
হাসির পাশে কান্নাকে
আর সুখের পাশে দুঃখকে না রেখে
তুমি তো আর নিজেকে নিজে কখনও
অতিক্রম করতে পারবে না কোনও দিন ।